রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে
ভ্রাম্যমাণ আদালত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (সহকারী কমিশনার ভুমি) এন এম আব্দুল্লাহ আল- মামুন।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে পৌর শহরের কাঁচা বাজার ও ফল বাজারের বিভিন্ন দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে ৯ টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার,উপজেলা মৎস কর্মকর্তা রাজিব রায়।
সহকারী ভুমি কমিশনার) এন এম আব্দুল্লাহ আল- মামুন বলেন, রমজান আসলেই একটি গোষ্ঠী অতি মুনাফার লোভে পণ্যের দাম বাড়িয়ে দিয়ে বাজারকে অস্থিতিশীল করে তোলেন। আমাদের এই মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। কোন অতি মুনাফালোভী যেনো বাজারকে অস্থিতিশীল করতে না পারে।