নগরকান্দায় পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ ) সকালে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি ও তার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর চৌধুরী লাবু।
নগরকান্দা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী গৌতম ত্রিবেদী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি মদন গোপন সাহা, সহ-সভাপতি দীলিপ রায় সাংগঠনিক সম্পাদক তরুন পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দাবন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত দস্তিদা,সহ-সাংগঠনিক সম্পাদক হরিহর বিশ্বাস, দপ্তর সম্পাদক সমীর দস্তিদার, সহ- দপ্তর সম্পাদক দীপক শীল সহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ।