নগরকান্দায় বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস,২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ ই মার্চ) সকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন মিয়া, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, শহীদ নগর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন নিলু, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা খান, চরযোশর্দী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাহিদুর রহমান সুইট,প্রচার সম্পাদক আক্কাস আলী আক্কাস,সাবেক চেয়ারম্যান জিন্নাহ সরদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি লিয়াকত হোসের মিয়া, পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া,পৌর কাউন্সিলর মাসুদুর রহমান মিকু উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি হাবিবুর রহমান ইলাহী, সাধারণ সম্পাদক রিপন মিয়া, শহর সেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমীন মাতুব্বর, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মনা, যুবলীগ নেতা শামিম হোসের, নিজাম নকিব,তরুণ পোদ্দার, আনোয়ার হোসেন প্রমুখ।