নগরকান্দায় মানবপাচার মামলায় দুই আসামি গ্রেফতার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মানবপাচার মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, নগরকান্দার নাওডুবি গ্রামের মানিক মাতুব্বরের ছেলে হান্নান মাতুব্বর (৫৫) ও একই গ্রামের হান্নান মাতুব্বর ছেলে তুহিন মাতুব্বর (২৬)।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা- সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, পুলিশ অভিযান চালিয়ে মানবপাচার মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। সাকালে আসামিদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।