নগরকান্দায় স্থানীয় ক্রীড়া ক্লাব ও ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময় ও ক্রীড়া সামগ্রী বিতরন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় স্থানীয় ক্রীড়া ক্লাব ও ক্রীড়া সংগঠকদের সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব’র মতবিনিময় ও ক্রীড়া সামগ্রী বিতরন।
শনিবার (৫ ফেব্রুয়ারী) সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ মতবিনিময় ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু’র সভাপতিত্বে ও জেলা ক্রীড়া কর্মকর্তার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ক্রীড়া অধিদপ্তরের পরিচালক, কে এম আলী রেজা, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভুমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।